Home শিক্ষা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

by shikkhasamachar
0 comment

মোঃআব্দুল্লাহ আল সিফাত, গ্রুপঃবিজ্ঞান, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকেঃ-

 

ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবছরও ২০২৪ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে ১৫ তারিখ প্রর্যন্ত শরীরচর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রায় দুই থেকে তিন হাজার ছাত্র অংশ গ্রহণ করেছেন। দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, বস্তার দৌড়, এরকম প্রায় ২২ থেকে ২৫ ধরনের খেলায় অংশগ্রহণ করেছেন এই নেছারাবাদ মাদ্রাসার ছাত্ররা,এমনকি নেছারাবাদের সকল শিক্ষকরাও এই বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শিক্ষা হল জীবিকা অর্জনের নিছক একটি শর্ত মাত্র, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষা হল দেশ তথা সমগ্র জাতির অগ্রগতির গুরুত্বপুর্ণ একটি ভিত্তি, পাশাপাশি এটি মানুষের প্রতিভা বিকাশের ক্ষেত্রও বটে। দেহ ও মনের এক সুশৃঙ্খল সামঞ্জস্যবিধানের মধ্য দিয়েই যথার্থ শিক্ষা অর্জিত হয়। সেক্ষেত্রে বলা যায় যে, খেলাধুলার আনন্দস্পর্শে আমাদের দেহ ও মন হয়ে ওঠে সজীব ও প্রাণময়। তাছাড়া সকলের জীবনেই খেলাধুলার গুরুত্ব অসীম। বিশেষ করে ছাত্রজীবনে থাকাকালীন সময়ে খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কথা মাথায় রেখেই বেশ কিছু কাল ধরে স্কুল কলেজের পাঠক্রমে শারীরশিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে।খেলাধুলা শিক্ষার্থীদের বিনয়ী হতে এবং সর্বোপরি এক শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার শিক্ষা দেয়। বর্তমান শিক্ষাব্যবস্থার সাথে খেলাধুলার নিবিড় যোগসাধন হল ক্রীড়াক্ষেত্র যা ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনের একঘেয়েমিকে সতেজ করে তোলে। সবুজ প্রকৃতির উন্মুক্ত প্রান্তরে, খোলা নীল আকাশের নীচে, মুক্ত বাতাসের মধ্যে থেকে খেলাধুলা করার মজাই আলাদা হয়। বিশেষ করে বর্তমানের মোবাইল গেমগুলোর মধ্যে যে ক্ষতিকর প্রভাব থাকে তার থেকে প্রকৃতি বুকে খেলাধুলা করা স্বাস্থের পক্ষে উপযোগী।

 

You may also like

Leave a Comment