Home জাতীয় বিশেষ নিবন্ধ

বিশেষ নিবন্ধ

by shikkhasamachar
0 comment

আসসালামু আলাইকুম
সুপ্রিয় পাঠক পাঠিকা গন কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন সুস্থ আছেন।

বলছি…
শতাব্দী কাঁপানো ব্যক্তিত্ব নিয়ে যারা আভির্ভুত হন যারা গন মানুষকে মুগ্ধ করেন আখলাক ও আদর্শ দিয়ে,সেসব কালজয়ী মহা পুরুষদের উত্তরসূরি হাদিয়ে যামান দার্শনিক ও সমাজ সঙ্কারক (Social Reformer) প্রখ্যাত আলেমেদ্বিন ইনসানে কামেল পীর ও মুর্শিদ শতাব্দীর বিস্ময় মানবতার বন্ধু সাম্প্রদায়িক সম্প্রতির মূর্ত প্রতীক মাদারজাত ওলি হযরত মাওলানা মুহাম্মদ আযিযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর (রহ:) এর প্রতিষ্ঠিত দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী দ্বিনি এলেম শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে।

বেলা গড়িয়ে রাত হয়,রাত শেষে ভোর চোখের সামনে দিয়ে বয়ে যায় দিন,সপ্তাহ,মাস,বছর তার সাথেই ফুরিয়ে যায় জীবনের মূল্যবান সময়! হায়াতে জিন্দেগী..এবং অচিরেই শুরু হয়ে যায় অনন্তকালের যাত্রা অবশিষ্ট থাকে তার কর্মফল।মানব জীবন জেনো ঘাসের উপর ক্ষুদ্র কনা,শিশির বিন্দু।ক্ষুদ্র এই জীবনে স্বল্প সময়ে কি করছি? কে আমাদের দু দিনের এই তুচ্ছ দুনিয়ায় পাঠালেন?আর কেনই বা পাঠালেন?তিনি আমাদের কাছে কি চান?আমাদের কাজ কর্মে তিনি নারাজ না খুশি?

এ সকল প্রশ্নের উত্তর সঠিক পথের পথিক হওয়ার জন্য কি করা দরকার এ সকল প্রশ্নের উত্তর জানতে ইসলামের আলোয় আলোকিত হতে প্রতি বছরের ন্যয় এ বছর ও দেশের আনাচে কানাচে সমগ্র জেলা উপজেলা থেকে আগতো মুছলিহীন কমিটির আরো অন্যান্য মানুষদের নিয়ে আসছে আগামী ২২ ও ২৩ শে ফেব্রুয়ারী ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা (নেছারাবাদ দরবার শরীফ) এর বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়া দোয়া মাহফিল। উক্ত মাহফিলে ২ দিন সার্বক্ষণিক নেছারাবাদে অবস্থান করুন।

>>আসুন আমরা দুর্নীতি দুষ্ক্রীত সুদখোরি নেশাখোরি অনুগত্যহীনতা ও রাষ্ট্রদ্রোহীতা ইত্যাদি জাতি ধর্ম বর্ন গোত্র নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তার স্বার্থে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন,গোটা মানবজাতির কল্যানের উদ্দেশ্যে মুসলিম,হিন্দু,খ্রিস্টান,নির্বিশেষে সকল ধর্মানুসারি দেশ প্রেমিকদের নিয়ে ঐক্যের আহবান জানাই প্রত্যেক মানবের কাছে ইসলামের দাওয়াত পৌছে দেই।

হুজুর রহ: সন্ত্রাস দুর্নীতি ও যুলুম অত্যাচার এর বিরুদ্ধে শুধু সভা সমিতি করেই শান্ত হন নি মিছিলে অংশ নিতেন নেতৃত্ব দিতেন হুজুর রহ: প্রায়ই বলতেন (দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য ন্যয় বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য) দুর্নীতিবাজ বিচারক আইনজীবী দ্বারা ন্যয় বিচার সম্ভব না।বিচার কার্যের দির্ঘসুত্রতার কারনে অসহায় ও গরিব বিচার প্রার্থীরা সর্বশান্ত হয়ে যায় এবং বিত্তশালী যালেমরা নিরিহ গরীবদের ওপর জুলুমের স্টিম রোলার চালাবার সুযোগ লাভ করে।বিচারব্যবস্তার দীর্ঘ সুত্রতা অবিচারের সমর্থক।হুজুর রহ: ১৯৬০ সালে বিধি ব্যবস্তা নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং এক পর্যায় হুজুর বাড়ি অর্থাৎ নেছারাবাদ ঝালকাঠিতে প্রতিষ্ঠা করে গেছেন (দারুল কায্বা)অর্থাৎ ইসলামি শরিয়তে আিন ব্যবস্তায় শালিশি আদালত।

আসুন,চিনুন,জানুন,উপলব্ধি করুন ইসলামিক অভিজ্ঞতা অর্জন করুন আগামী ২২ ও ২৩ শে ফেব্রুয়ারী বার্ষিক মাহফিলে যোগদান করে সমগ্র জাতির মধ্যে ঐক্য গড়ে তুলতে সাহায্য করুন

সর্বোপরি..
আমি বলতে চাই আসেন ঐক্যের শপথ নেই,ইমান রক্ষায় দেশ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের শত্রু ও খোদাদ্রোহী দেশদ্রোহী নাস্তিকদের মোকাবিলায় ঐক্য গড়ে তুলি।…….!

সকলকে আগামী ২ দিন ব্যপি মাহফিলে অঙশগ্রহন করে দোজাহানের অশেষ নেকি হাসিল করার জন্য সাধর আমন্ত্রণ রইলো।
বি.দ্র: ২ দিন ব্যপি মাহফিলের থাকা খাওয়া খরচ মাদ্রাসা বহন করিবে।
….ধন্যবাদ…
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের পথে চলুন…
শিক্ষা সমাচার পত্রিকার সাথেই থাকুন

You may also like

Leave a Comment