Home World News কুয়াকাটায় উপকূল দিবস স্মরনে মোমবাতি প্রজ্বলন

কুয়াকাটায় উপকূল দিবস স্মরনে মোমবাতি প্রজ্বলন

by shikkhasamachar
0 comment

কুয়াকাটায় উপকূল দিবস স্মরনে মোমবাতি প্রজ্বলন

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ-

কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড় হারিকেনে নিহতদের স্মরণে মোমবাতি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুয়াকাটা বয়েস ক্লাবের আয়োজনে কুয়াকাটা পৌরসভার সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করে কুয়াকাটা বয়েস ক্লাবের সদস্যরা৷  পরে আলোচনা সভা ও বন্যায়  শহীদদের
রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়।

বয়েস ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম রনি বলেন, উপকূল জুড়ে আত্বনাদ সৃষ্টিকারী সেই ভয়ংকর ঘূর্ণিঝড়ের নাম ‘হারিকেন’। ৩০ ফুট উচ্চতার এ জলোচ্ছ্বাসে ভেসে যায় মানুষ, ঘরবাড়ি আর পশুপাখি। ফলে অনাহারে আর খোলা আকাশের নিচে বসবাস করে হাজার হাজার মানুষ । এদের আত্মা শান্তি পাক। তাদের স্মরণ করতে আমরা  মোমবাতি ও অবস্থান কর্মসূচির আয়োজন করছি।

বয়েস ক্লাবের সাধারন সম্পাদক এস এম আরিফিন হেলাল বলেন, ৭০ এর বন্যায় যারা মারা গেল তাদের স্মরণে একটি দিন ঘোষণার দাবি জানাই।

You may also like

Leave a Comment