Home Culture অবরোধ আর হরতালের প্রভাবে পর্যটক নেই কুয়াকাটায় ক্রিকেট খেলায় মেতে উঠছে হোটেলের কর্মচারীরা

অবরোধ আর হরতালের প্রভাবে পর্যটক নেই কুয়াকাটায় ক্রিকেট খেলায় মেতে উঠছে হোটেলের কর্মচারীরা

by shikkhasamachar
0 comment

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

পর্যটন নগরী কুয়াকাটার সৈকতে এখন সুনশান-নিস্তব্ধতা বিরাজ করছে। কয়েকদিন আগেও যে সৈকতে পা ফালানোর দায় সেই সৈকতে বিরাজ করছে সুনশান-নিস্তব্ধতা৷ কোথাও তেমন কোন পর্যটকদের আনাগোনা নেই। যাও আসছে তা স্থানীয়। রাজনৈতিক অস্থিরতার ফলে স্থবির হয়ে পড়ে সকল কর্মকাণ্ড। অলস সময় পার করে পর্যটনশিল্পের সাথে যুক্ত সকল ব্যবসায়ীরা।

পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে হতাশা। সামনের দিনগুলো কীভাবে কাটবে এ নিয়ে চলছে দুশ্চিন্তা।

পর্যটক না থাকায় অলস সময় পার করছে হোটেল কর্মচারীরা। অধিকাংশ হোটেল কতৃপক্ষ ছুটি দিয়েছে কর্মচারীদের। বাকীদের  কাজ না থাকায় ক্রিকেট খেলে সময় পার করছে কর্মচারীরা। মৌসুমের শুরুতে এমন খারাপ পরিস্থিতি মোটেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেননা হোটেল ব্যবসায়ী।

সি গোল্ড রিসোর্টের কর্মচারী মো. জিসান বলেন, অবসর সময় কাটাচ্ছি।  হরতাল আর অবরোধে কোন পর্যটকদের আনাগোনা নেই। ফলে ক্রিকেট খেলে সময় কাটাচ্ছি।

কানসাই ইনের ফ্রন্ট অফিসার জুয়েল ফরাজি বলেন, সময় পার করছি ক্রিকেট খেলে। পর্যটক নেই হোটেলে।

হোটেল সুলতানের ব্যবস্থাপক মো. সেলিম বলেন, শুয়ে বসে সময় কাটে। প্রতিদিন অনেক টাকা লস হচ্ছে। পর্যটক শুক্রবার ও শনিবারে কিছুটা আসে।  বাকি সময় কোন পর্যটক আসেনা। ফলে অলস সময় পার করছি।

You may also like

Leave a Comment