• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
হেডলাইন :
কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নানে হাজারো পুন্যার্থী।। মহিপুরে শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন || কুয়াকাটায় চার তারকা মানের হোটেল “জানা”র ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন।। কলাপাড়ায় উত্তরণ’র উদ্যোগে “ফিসনেট” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  সভাপতি হলেন নুহূ আলম বিশ্বাস কলাপাড়ায় আনন্দ আর উল্লাসে মেতে উঠল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা জাতীয় সরকার প্রধান মিয়ানমারের ভূমিকম্প-প্রভাবিত এলাকায় দ্রুত সহায়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার করালেন ইসলামী ছাত্রশিবির

কুয়াকাটায় চার তারকা মানের হোটেল “জানা”র ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন।।

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর সাগরকণ্যা খ্যাত কুয়াকাটায় সমুদ্রের কোল ঘেঁষে দৃশ্যমান হতে যাচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত চার তারকা মানের একটি অভিজাত আবাসিক হোটেল “জানা”।

শুক্রবার (২৫ এপ্রিল) শেষ বিকালে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে হোটেল সাগরকন্যা রিসোর্টে’র সামনে হোটেলটির ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামানসহ প্রস্তাবিত প্রতিষ্ঠানটির অন্যান্য শেয়ার হোল্ডার’রা। উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল “জানা”র প্রায় ২ হাজার শেয়ার সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আসাদুজ্জামান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরিফ, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, থানা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্ল, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাহেব, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজীসহ রাজনৈতিক, সাংবাদিক, হোটেল জানার শেয়ার হোল্ডার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় হোটেল “জানা”র ম্যানেজিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান বলেন, কুয়াকাটায় আমরাই প্রথম আধুনিক সুবিধা সম্বলিত চার তারকা মানের হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছি।

আমাদের হোটেলে পর্যটকদের সুবিধার্থে ডাইনিং, রেস্টুরেন্ট, এটিএম বুথ, ছাঁদ সুইমিংপুল, ও হোটেল ছাঁদে হেলিপ্যাডসহ আগত পর্যটকরা আধুনিক সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।

১২’হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি শেয়ারে সাড়ে তিন লক্ষ টাকা একজন চাইলে একাধিক শেয়ার নিতে পারবেন। হোটেলটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪’শ কোটি টাকা। আগামী ৪ বছরের মধ্যে হোটেলটি পুরোপুরি পর্যটকদের সেবায় যুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ