• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
হেডলাইন :
কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নানে হাজারো পুন্যার্থী।। মহিপুরে শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন || কুয়াকাটায় চার তারকা মানের হোটেল “জানা”র ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন।। কলাপাড়ায় উত্তরণ’র উদ্যোগে “ফিসনেট” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  সভাপতি হলেন নুহূ আলম বিশ্বাস কলাপাড়ায় আনন্দ আর উল্লাসে মেতে উঠল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা জাতীয় সরকার প্রধান মিয়ানমারের ভূমিকম্প-প্রভাবিত এলাকায় দ্রুত সহায়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার করালেন ইসলামী ছাত্রশিবির

কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নানে হাজারো পুন্যার্থী।।

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কলাপাড়া প্রতিনিধি 

হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা সমুদ্রস্নান করেছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকেই আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এর অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলনের আয়োজনে ভোর ৫ টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণ পূজা,গঙ্গা মায়ের পূজা শেষে সকাল ১১ টায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

তাদের বিশ্বাস, এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়।

সাংবাদিক রতন কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

আলোচনা রাখেন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন, আলোচনা রাখেন (HISCOHER) ভক্ত প্রভাষক শ্রী সঞ্জয় মন্ডল, ভক্ত শ্রী মাষ্টার শ্যামল চন্দ্র মালো, মাস্টার গোবিন্দ কুমার দেবনাথ, অধ্যাপক সঞ্জয় মন্ডল, বাসুদেব রায় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ।

প্রতিবছর দূর-দূরান্ত থেকে সানাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নানে আসেন। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। এ সময় সৈকতে দেখা যায় অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করছেন, আবার কেউ প্রার্থনা সহ ধর্মীয় রীতি-নীতি মগ্ন হয়েছেন।

ঢাকা থেকে আগত কনিকা রায় বলেন, এই দিন গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের ন্যায় আজকেও এই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটি যাথাযথ্য মর্যাদায় আমরা পালন করছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের সার্বিক সহায়তা আমরা পাচ্ছি।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভীর বেড়েছে, তাই আমরা বাড়তি নজরদারি রেখেছি। নিরাপত্তা জোরদারে আমাদের সদস্যরা কাজ করছে।
###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ