কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বে-সরকারী জাতীয় উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে “ফিসনেট” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায়
কলাপাড়া উপজেলা পরিষদের একটি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম’র সভাপতিত্বে, ও ফিসনেট প্রজেক্ট’র এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান’র সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কন্সোটিয়াম কো-অর্ডিনেটর
মোঃ রকিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, ফিসনেট প্রজেক্ট’র প্রোগ্রাম ম্যানেজার
রেজওয়ানুল হক চৌধুরী, কলাপাড়া প্রেসক্লাব’র সভাপতি হুমায়ুন কবির।
সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য ও উপাত্ত তুলে ধরেন ফিসনেট প্রকল্পের প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজওয়ানুল হক চৌধুরী।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে উত্তরণ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মৎস্য জীবিদের জীবিকা পূর্ণগঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধার করার উদ্দেশে দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে এ প্রকল্প কাজ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সহ ফিসনেট প্রকল্পের স্টাফ বৃন্দ।