কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি ৭ এপ্রিল ২৫
কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে অবস্থিত ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নুহূ আলম বিশ্বাস।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল বোর্ড এ কমিটি অনুমোদন করে।বোর্ডের সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ২৫/০৪/২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ এর ৬৪(১) নং ধারা অনুযায়ী নিম্নলিখিত ৪(চার) সদস্য
(এডহক কমিটি অনুমোদন করা হলো। এই কমিটির মেয়াদ ২৬-০৯-২০২৫ তারিখ পর্যন্ত বহাল থাকবে।
এছাড়াও শিক্ষক প্রতিনিধি মোঃ ইব্রাহিম বলিল,অভিভাবক সদস্য মো.সাইদুর রহমান বাবুল, পদাধিকারবলে প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে অনুমোদন করা হয়।