মোঃ শিহাব খান
এবার ঈদের শুভেচ্ছা জানালেন সবার জনপ্রিয় দক্ষিণ অঞ্চলে সাগর কন্যা কুল ঘেঁষা বেড়ে উঠা শিল্পীঃ ঝর্না কুঞ্জল।
পাশাপাশী আরো ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন গীতিকার সুরকার তমিজ খান ও মিউজিক কম্পোজার অহিদুল ইসলাম।
ঝর্না কুঞ্জল তিনি জানান, মুসলমানদের প্রতি বছরেই দুটি ঈদ পালন করা হয়,ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা
তবে একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে আলাদা এক উৎসব বয়ে চলে। ।তাই আমরা সকলে একে অপরের হিংসা ও ভেদাভেদ ভুলে গিয়ে এক অপরের খোঁজ খবর নিন।এছাড়াও তিনি জানিয়েছেন এই ঈদ উল ফিতর সামনে রেখেই কিছুদিন পরেই তার গাওয়া একটি গান (বেঈমান পাখি )নামে রিলিজ হবে ,আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি সামনের দিনগুলোতে আরো ভালোভাবে আপনাদের পছন্দের গান দিয়ে পারফরম্যান্স করতে পারি।