• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
হেডলাইন :
জাতীয় সরকার প্রধান মিয়ানমারের ভূমিকম্প-প্রভাবিত এলাকায় দ্রুত সহায়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার করালেন ইসলামী ছাত্রশিবির ১৭৫ পরিবারের দুঃখ পায়ে পায়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন এবার ঈদের শুভেচ্ছা জানালেন সাগর পারের শিল্পী ঝর্না কুঞ্জল কলাপাড়ায় পৈত্তিক সম্পত্তির বাড়িতে জোর দখল করে ভাগ বসালেন প্রতিবেশী কালাম ! কুয়াকাটা ট্যুর গাইড বই’ কুয়াকাটা’র পথে প্রান্তরে’র  মোড়ক উন্মোচন কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা জব্দসহ ১৬জন ইয়াবাপাচারকারী আটক কুয়াকাটায় রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের শীতবস্ত্র বিতরণ।।

কুয়াকাটা ট্যুর গাইড বই’ কুয়াকাটা’র পথে প্রান্তরে’র  মোড়ক উন্মোচন

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।।১ লা মার্চ শনিবার 

কুয়াকাটার ইতিহাস ঐতিহ্য, পর্যটন ও তথ্যভিত্তিক ট্যুর গাইড বই  “কুয়াকাটার পথে প্রান্তরে”র মোড়ক উন্মোচন করা  হয়েছে। আজ ১ মার্চ সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটির সম্পাদক দৈনিক কালবেলার কলাপাড়া প্রতিনিধি মোঃ সাইদুর রহমান সাইদ এবং বাংলাভিশনের কলাপাড়া প্রতিনিধি  সহ-সম্পাদক জহিরুল ইসলাম মিরন। এতে কুয়াকাটার পর্যটন শিল্প, আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্ট, ট্যুর গাইড, দর্শনীয় স্থানসহ গুরুত্বপূর্ণ সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশি-বিদেশি পর্যটকদের জন্য কুয়াকাটা ভ্রমণ করতে অত্যন্ত সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি বলেন,”কুয়াকাটা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই বইটিতে কুয়াকাটার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা পর্যটকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এটি শুধু পর্যটকদের জন্য নয়, গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি বলেন, “কুয়াকাটার পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে এ ধরনের তথ্যভিত্তিক বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যটকদের জন্য গাইডলাইন তৈরির পাশাপাশি এটি স্থানীয় অর্থনীতিকেও গতিশীল করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতি ও বইটির সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ বলেন, “অনেকদিন ধরে পর্যটকদের কুয়াকাটা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক বইয়ের অভাব অনুভূত হচ্ছিল। এই বইটি সেই অভাব পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি। পর্যটকরা এখন সহজেই কুয়াকাটার আবাসন, খাবার, দর্শনীয় স্থানসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য একত্রে পেয়ে যাবেন।”

বইটিতে কুয়াকাটার হোটেল-মোটেল, খাবার হোটেল, দর্শনীয় স্থান, যানবাহন, ট্যুর গাইড, আবহাওয়া, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সংযোজন করা হয়েছে। ফলে কুয়াকাটায় আসা পর্যটকরা সহজেই তাদের ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ কুয়াকাটার রিজিয়নের পরিদর্শক  সাখাওয়াত, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহিপুর প্রেসক্লাবেন সাবেক সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বিসহ কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, লেখক ও পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন এবং বইটির সাফল্য কামনা করেন। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন যে, “কুয়াকাটার পথে প্রান্তরে” বইটি কুয়াকাটার পর্যটন শিল্পের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ