• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
হেডলাইন :
জাতীয় সরকার প্রধান মিয়ানমারের ভূমিকম্প-প্রভাবিত এলাকায় দ্রুত সহায়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার করালেন ইসলামী ছাত্রশিবির ১৭৫ পরিবারের দুঃখ পায়ে পায়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন এবার ঈদের শুভেচ্ছা জানালেন সাগর পারের শিল্পী ঝর্না কুঞ্জল কলাপাড়ায় পৈত্তিক সম্পত্তির বাড়িতে জোর দখল করে ভাগ বসালেন প্রতিবেশী কালাম ! কুয়াকাটা ট্যুর গাইড বই’ কুয়াকাটা’র পথে প্রান্তরে’র  মোড়ক উন্মোচন কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা জব্দসহ ১৬জন ইয়াবাপাচারকারী আটক কুয়াকাটায় রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের শীতবস্ত্র বিতরণ।।

কলাপাড়ায় শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_132098

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ 

কলাপাড়ায়  শহীদ  ইমরান হায়দার জিয়া  স্পোর্টস এন্ড সোশ্যাল ফাউন্ডেশন’র উদ্যোগে ২৪ টি দল নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাইট  ফুটবল  টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

শুক্রবার রাত ৮ টার দিকে  নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ফুটসাল ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা  বিএনপির সভাপতি হাজী মো. হুময়ুন সিকদার ।

শহীদ ইমরান হায়দার জিয়া  স্মৃতি পরিষদের পরিচালক  রিয়াদুল ইসলাম, ও জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি,  গাজী, মো. ফারুক,  সাধারণ সম্পাদক,  মুসা তাওহীদ নান্নু মুন্সি,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,  মো. শফিকুর রহমান টুলু বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব কামরুজ্জামান শহিদ মাতুব্বর,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, সংগঠনিক সম্পাদক,  মো. সেলিম সিকদার, মো. কামরুজ্জামান কাজল তালুকদার,  তারেক আনাম সুমন, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান পাহলান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল হোসেন, সহ সভাপতি, মাওঃ মো. হাবিবুর রহমান মৃধা, মো. মোতালেব মতিন হাওলাদার,  এস এম মোস্তাফিজুর রহমান আইয়ুব, আঃ রাজ্জাক সরদার,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, নাজমুল আলম বাদল মাতুব্বর, ভি.পি আবুল কাশেম শেখ, আলিম মুন্সি,  ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,  ফজলুল হক মৃধা,  সাইফুল ইসলাম সাগর, শামসুল আলম আহসান কবির, সাংগঠনিক সম্পাদক,  সাদেক কামাল সেলিম খান প্রমুখ।

শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধনীয় অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিকসম্পাদক,  অধ্যাপক সোহরাব হোসেন। আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তাহলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদকবিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে।

এ আয়োজনকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন। উদ্বোধনীয় খেলায়  ফতেপুর জুনিয়র ফাইটার্স ও চাচা ভাতিজা একাদশ অংশ গ্রহণ করেন।এ টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে  ২৪ টি দল অংশগ্রহণ করবেন। এতে ফতেপুর একাদশ পরাজিত করে চাচা ভাতিজা একাদশ বিজয়ী হন।

এই ভিন্ন ব্যতিক্রমী টুর্নামেন্টি আয়োজন করায়  কলাপাড়া  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রীড়া প্রেমী  শত শত দশকরা এসেছেন, তাদের জন্য বাস ও কাঠ দিয়ে স্টেডিয়ামের আদলে গ্যালারি তৈরি করা হয়েছে। এই গ্যালারিতে বসে দর্শকরা স্বাচ্ছন্দ্যবোধে খেলা উপভোগ করতে পারবেন।আগতো দর্শকরা জানান কলাপাড়া উপজেলায় স্টেডিয়ামের আদলে যে গ্যালারি করা হয়েছে এই গ্যালারি উপজেলায় আর কোনো টুর্নামেন্টে দেখিনি, যারা এই আয়োজন করেছে তাদের সৃজনশীল মেধা দিয়ে খেলোয়ার ও দর্শকদের জন্য  সুন্দর একটি  বাস ও কাঠ দিয়ে গ্যালারি করায় খেলোয়াররা আর উৎসাহিত হবে। শহীদ ইমরান  হায়দার জিয়া স্মৃতি  টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য তাইফুর রহমান আরিফ  জানান,  আমরা এই টুর্নামেন্টি উপজেলার সকল টুর্নামেন্টের চেয়ে ভিন্ন ব্যতিক্রম করার চেষ্টা করেছি।

উল্লেখ টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনীয় খেলায় চাচা ভাতিজা একাদশ ও ফতেপুর জুনিয়র একাদশ পরস্পরে মুখোমুখি হয়েছে। খেলায় চাচা ভাতিজা একাদশ জয়ি লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ