• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
হেডলাইন :
কলাপাড়ায় আনন্দ আর উল্লাসে মেতে উঠল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা জাতীয় সরকার প্রধান মিয়ানমারের ভূমিকম্প-প্রভাবিত এলাকায় দ্রুত সহায়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার করালেন ইসলামী ছাত্রশিবির ১৭৫ পরিবারের দুঃখ পায়ে পায়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন এবার ঈদের শুভেচ্ছা জানালেন সাগর পারের শিল্পী ঝর্না কুঞ্জল কলাপাড়ায় পৈত্তিক সম্পত্তির বাড়িতে জোর দখল করে ভাগ বসালেন প্রতিবেশী কালাম ! কুয়াকাটা ট্যুর গাইড বই’ কুয়াকাটা’র পথে প্রান্তরে’র  মোড়ক উন্মোচন কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা জব্দসহ ১৬জন ইয়াবাপাচারকারী আটক

কলাপাড়ায় অধ্যক্ষকে মুক্ত করতে  শিক্ষকদের অবরুদ্ধ  করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।।

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি ২৯ জানুয়ারি ২৫ বুধবার

পটুয়াখালীর কলাপাড়ার দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন। এসময় উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থী মো. ওহিদুজ্জামান ইয়াকুব বলেন, মিথ্যা মামলায় একজন অধ্যক্ষ কারাগারে থাকবে এটা মানতে পারছিনা তাই আমরা মানববন্ধনে অংশ গ্রহন করেছি।

বর্তমান শিক্ষার্থী মো. আশিকুর রহমান বলেন, আমাদের অধ্যক্ষ হুজুরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা বাদীর উপযুক্ত শাস্তি চাই।

প্রভাষক আরবী মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ছাত্ররা মানববন্ধন ও আমাদের অবরুদ্ধ করে। আমরাও চাই আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তি পাক।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, আমরা দ্রুত আদালতের কাছে কাগজ পত্র দাখিল করার ব্যবস্থা করা হবে এবং দুই পক্ষকে নিয়া মিমাংসা করে দেওয়া হবে খুব শ্রীঘ্রই।

উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারী নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ