• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
হেডলাইন :
জাতীয় সরকার প্রধান মিয়ানমারের ভূমিকম্প-প্রভাবিত এলাকায় দ্রুত সহায়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার করালেন ইসলামী ছাত্রশিবির ১৭৫ পরিবারের দুঃখ পায়ে পায়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন এবার ঈদের শুভেচ্ছা জানালেন সাগর পারের শিল্পী ঝর্না কুঞ্জল কলাপাড়ায় পৈত্তিক সম্পত্তির বাড়িতে জোর দখল করে ভাগ বসালেন প্রতিবেশী কালাম ! কুয়াকাটা ট্যুর গাইড বই’ কুয়াকাটা’র পথে প্রান্তরে’র  মোড়ক উন্মোচন কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা জব্দসহ ১৬জন ইয়াবাপাচারকারী আটক কুয়াকাটায় রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের শীতবস্ত্র বিতরণ।।

কুয়াকাটায় হাউজ কিপিং কোর্সের উদ্বোধন

Md Saydur Rahman / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

কুয়াকাটা ( পটুয়াখালী)  প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে জনশক্তি মাইগ্রেশনের প্রবণতা কমাতে ও কুয়াকাটার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে দেড় মাস ব্যাপি হাউজ কিপিং কোর্স।

বুধবার সন্ধ্যা ৬ টায় কুয়াকাটা জোনের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অডিটোরিয়ামে কারিতাস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ও ব্রাকের সহযোগিতায় এ কোর্সের উদ্বোধন করা হয়।

ব্র্যাক-ইউডি প্রজেক্ট ম্যানেজার-অপারেশন,  মো.রফিকুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  বক্তব্য রাখেন  কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিকদার রিসোর্ট এন্ড ভিলার্স ও  ওসান ভিউয়ের জেনারেল ম্যানেজার মো. আনোয়ারুল আজিম, বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের চেয়ারম্যান মো: গোলাম হায়দার সেন্টু,কুয়াকাটা প্রেসিডেন্টের পার্কের চেয়ারম্যান মীর মো. ফারুক হোসেন,হোটেল সি- ক্রাউনের জেনারেল ম্যানেজার মো. রাফসান, কোর্সের প্রশিক্ষক মো. আবুল কালাম আজাদ,কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনসহ প্রমূখ।

সভাপতি শুরুতে কোর্সের উপকারীতার উপর বিশদ আলোচনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দেশে-বিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তোলার পথ সুগম হচ্ছে। তাই দক্ষতা অর্জন অপরীহার্য।  আমরা কুয়াকাটা পৌরসভার মাঝে সর্বনিম্ন এসএসসি পাশকৃতদের আমরা হাউজ কিপিংয়ের উপর দক্ষ করে গড়ে তুলব। আমরা একাডেমিক্যাল ছাড়াও ইন্ডাসট্রিয়াল এ্যাটাসমেন্ট ট্রেনিং করিয়ে থাকব। আমাদের প্রথম ব্যাচে ২৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিবে। তাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ প্রত্যেকে সার্টিফিকেট ও ভাতা পাবে। প্রশিক্ষন শেষে যেন তাদের কর্মসংস্থান হয় সে বিষয়েও ব্র্যাক বিশেষ নজর রাখছেন; যাতে করে জলবায়ু অভিবাসী যুবকগন কর্মসংস্থানের জন্য অন্য শহরে মাইগ্রেটেড হয়ে সেই শহরের চাপ না বাড়ায়,কুয়াকাটার হসপিটালিটি খাতের পরিসেবার মান উন্নত হয় । অন্যদিকে, নিজ শহরে কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুয়াকাটায় এই প্রথম শুরু হওয়া হাউজ কিপিং কোর্সটি নিঃসন্দেহে এলাকার বেকার ছেলে ও মেয়েদের কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে। তিনি আরো বলেন,আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে নারীদের এগিয়ে আসতে হবে। সে সাথে লক্ষ অর্জনে নিজেদের প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষিতদের বিকল্প নেই।

এ সময় উপস্থিত অন্য বক্তারা বলেন, কুয়াকাটায় সর্ব প্রথম ব্রাক ও কারিতাস বাংলাদেশের উদ্যোগে দক্ষতা উন্নয়নে শুরু করা হয়েছে হাউজ কিপিং কোর্স। এই কোর্সের সমাপ্ত কারীরা কুয়াকাটাসহ দেশ ও দেশের বাইরে বড় বড় আবাসিক হোটেলে চাকুরী পাবে এবং জন্মস্থান থেকে কেউ চাকরির খোঁজে এলাকা ছেড়ে যাবেনা

উল্লেখ ব্র্যক আরবার ডেভলপমেন্ট প্রোগ্রাম কুয়াকাটায় “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্র্যান্ট-ফ্রেন্ডলি টাউনস লোকালি-লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। যার মূল উদ্দেশ্য হল বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিবাসী-বান্ধব শহর গড়েতোলা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ